ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার কাঁপাশহাটিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এক নারীসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
এ ঘটনায় আহতরা হলেন, ওই গ্রামের বদর উদ্দিন মন্ডল (৬৫), সুন্দরী বেগম (৫৫), টেংরা মন্ডল, মেহেদি হাসান (৩০) ও আলী হোসেন (৪০)। তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে কাজল রবিবার বিকেলে গ্রামের মাঠে মেহেদি হাসানের জমিতে ঘাস কাটতে যায়। এসময় মেহেদি তাকে বাধা দেয়। এতে দু‘জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এনিয়ে সন্ধ্যায় পাশর্^বর্তি শাখারিদহ বাজারে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হাসপাতালে চিকিৎসাধীন মেহেদি জানান, তিনি সন্ধ্যায় বাজারের রানা টেলিকম শোরুমে বসে ছিলেন। সেসময় ওই গ্রামের রাজ্জাকের নেতৃত্বে ১০/১৫ জন অতর্কিত তার উপর হামলা করে মারধর করে। স্থানীয়রা তাদের বাধা দিলে তারা স্থানীয়দের উপরও চড়াও হয়। পরে ওই দুর্বৃত্তরা তাদের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে মারধর করে বলেও তিনি জানান।
এ বিষয়ে ওই বাজার ব্যবসায়ী সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, প্রকাশ্যে বাজারে এমন ঘটনা কাম্য নয়। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হরিণাকুন্ডু থানার পরিদর্শক (ওসি) মোঃ আব্দুর রহিম মোল্লা বলেন, সংবাদ পেয়ে আমি সেখানে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
খুলনা গেজেট / এমএম