ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মারা গেছেন ৫ জন। এ নিয়ে উপজেলায় করোনায় ও উপসর্গে মৃতের সংখ্যা দাড়াল ২৪ জনে। আর গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৭ জন। বাকি ১৬৪ জন হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।
মৃতরা হলেন- বুলবুলি খাতুন (৫০), আব্দুর রশিদ (৫২), হাসমা আরা (৪৫), নুরুদ্দিন বিশ্বাস নুরু (৫৫) ও মতিয়ার রহমান (৫০)।
এদের মধ্যে বুলবুলি খাতুন শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাকের স্ত্রী। একই হাসপাতালে চিকিৎসাধীন রোববার সকাল নয়টার দিকে মৃত্যু হয় উপজেলার মান্দিয়া গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রশিদের। আর শনিবার করোনা উপসর্গে তৈলটুপি গ্রামের নিজ বাড়িতে মার যান হাসমা আরা, একই দিন রাত নয়টার দিকে উপসর্গ নিয়ে মৃত্যু হয় একই গ্রামের নুরুদ্দিন বিশ্বাস ও মতিয়ার রহমানের। এদের মধ্যে মৃত- হাসমা আরা ও নুরুদ্দিন বিশ্বাস স্বামী স্ত্রী। তিন ঘন্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩ জন। তবে উপসর্গে মৃত ২ জন ক্যান্সার ও হার্টের সমস্যায়ও ভুগছিলেন।
ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে মৃতদের দাফন সম্পন্ন হয়েছে। তাদের প্রত্যেকের বাড়িসহ আশেপাশের আরও কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম