খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফরা কর্মবিরতিতে, সারা দেশে বন্ধ হল ট্রেন চলাচল

হরিণাকুন্ডুতে অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যত নির্ধারণে ওয়ার্কশপ

হরিণাকুন্ডু প্রতিনিধি

অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যত নির্ধারণে জনপ্রতিনিধি, সুশিলসমাজ, মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভবানিপুর বাজারে তাহেরহুদা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে ওই ইউনিয়নের নারায়নকান্দি বাজারে অবস্থিত অস্থায়ী পুলিশ ক্যাম্পটি ন্ব-স্থানে রাখার দাবিতে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম, ইউপি সদস্য ওহিদুল ইসলাম, আনিচুর রহমান, শিক্ষক অরবিন্দু বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফিরোজ সালাউদ্দিন, সাংবাদিক আশরাফুল ইসলাম, কৃষক আলক আলী প্রমূখ ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম বলেন, ‘১৯৯৬ সালে তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস দমনের অঙ্গিকার হিসেবে সারাদেশে স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। যার ফলে এই এলাকাসহ পুরো দক্ষিনাঞ্চলের মানুষের মাঝে শান্তির সুবাতাস ফিরে আসে। অর্থনৈতিকভাবে এ অঞ্চলের মানুষ প্রতিষ্ঠিত হয়।’

নিজেকে সাধারণ মানুষের সেবক উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন, ‘ঝিনাইদহ থেকে চিরতরে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছেন তিনি। এসকল অপরাধ দমনে ইতোমধ্যে জেলা পুলিশ সফলতা অর্জন করেছে।’ তিনি যেকোন ধরণের অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!