ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে লাইসেন্সবিহীন ক্যাবল ব্যবসা পরিচালনার দায়ে কামরুজ্জামান নামে এক ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। কামরুজ্জামান উপজেলার ভেড়াখালি গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও কে কে ক্যাবল নেটওয়ার্কের মালিক।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এসিল্যান্ড রাজিয়া আক্তার চৌধুরী জানান, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন অবৈধভাবে ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা পরিচালনা করে আসছেন। এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশনের লাইসেন্স কন্ট্রোলার জুলফিকার রহমান কোরাইশি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাদের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা আসে। ফলে তাকে অবৈধভাবে ক্যাবল নেটওয়ার্ক পরিচালনার দায়ে জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও এদিন সড়কে অবৈধভাবে স্থানীয় ইঞ্জিনচালিত যানে মাটি টানার দায়ে রিপন ও টুলু নামে আরও দুইব্যক্তিকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।
খুলনা গেজেট/কেএম