ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সহ দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের শাখারিদহের জামতলা এলাকায় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আক্তার হোসেন (৩২), তিনি উপজেলার হামিরহটি গ্রামের মনছের আলীর ছেলে এবং পথচারী আবু তালেব (৩০), তিনি উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা যাত্রীবাহী ওই বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে।
স্থানীয়রা জানায়, রাতে ঝিনাইদহ থেকে লস্কর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (পাবনা জ-১১-০০২২) হরিণাকুণ্ডুর দিকে আসার সময় ওই এলাকায় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও এক পথচারীকে সরাসরি ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক আক্তার ও পথচারী আবু তালেব বাসটির নিচে চাঁপা পড়েন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
হরিণাকুন্ড থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এক যুবক ও একজন পথচারী নিহত হয়েছেন। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
খুলনা গেজেট/ এমএইচবি