ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বন্ধুমহল-১৯৭৪ এর আয়োজনে ভূমিহীন প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। বন্ধুমহল ৭৪ এর আহবায়ক আব্দুর রউফ (মাটুল মল্লিক) এর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা। এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে কৃষকদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন কৃষিবীদ মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর ডিজিএম ( অবঃ) এ্যাডঃ শহিদুজ্জামান, বিশিষ্ট ব্যাব্যসায়ী সাইফুল ইসলাম টিপু মল্লিক ।
সমাজের তৃণমূল পর্যায়ে, মানুষের ভাগ্যের উন্নয়ন সহ দেশের মূল উৎপাদনশীল ক্ষাত কৃষি ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষে ২০০৩ সালে হরিণাকুণ্ডু বন্ধুমহল-১৯৭৪ এর পদচারণ শুরু হয়। এর পরথেকে একের পর এক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে এই বন্ধুমহল। আলোচনা শেষে অতিথিগন কৃষকদের হাতে সরিষা বীজ তুলে দেন। এসময় ১৮০ জন কৃষকের মাঝে এই সরিষা বীজ বিতরণ করা হয় ।
খুলনা গেজেট/কেএম