খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

হরিণাকুণ্ডুতে প্রতিমা প্রস্তুতের কাজ প্রায় শেষ, অপেক্ষায় পূজারী

হরিণাকুণ্ডু প্রতিনিধি

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার এই উৎসবের বাকি মাত্র কয়েকটা দিন। চারদিকে এখন শুধু উৎসবের আমেজ। অশুরিক শক্তির বিনাশ আর বিশ্ব শান্তির বার্তা নিয়ে আসছে হিন্দু ধর্মের মা দেবীদূর্গা।

এরই মধ্যে প্রতিমাতে মাটি লাগানোর কাজ শেষ হয়ে গেছে। এখন প্রতিমা শিল্পিরা রঙ তুলির আঁচড়ের মাধ্যমে প্রতিমাগুলো সাজানোর সকল কাজ প্রায় শেষ করে ফেলেছে।আগামী ২১ অক্টোবর মায়ের রোধনের মধ্য দিয়ে উৎসব শুরু ও ২৬ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

হরিণাকুণ্ডু উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভারমোট ২৯টিপূজামন্ডপে সার্বজনিন দুর্গোৎসব উদযাপন হবে। সব কয়টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষপর্যায়ে। উপজেলার হরিনাকুণ্ডু পৌর সভায় ৭টি মন্ডপে, ভায়না ইউনিয়নে ২টি, জোড়াদাহ ইউনিয়নে ২টি, রঘুনাথপুর ইউনিয়নে ১টি, তাহেরহুদা ইউনিয়নে ৩টি, ফলসী ইউনিয়নে ২টি, দৌলতপুর ইউনিয়নে ৩টি, কাপাশহাটিয়া ইউনিয়নে ৭টি ও চাঁদপুর ইউনিয়নে ২টিসহ মোট ২৯টি মন্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারন সম্পাদক বিশ্বনাথ সাধু খাঁ জানান, প্রতি বছরের ন্যায় দুর্গোৎসব উদযাপনে উপজেলার ২৯টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে উৎসবটি উদযাপনে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এবছর বৈশ্বিক মহামারির কারণে জমকালো আয়োজন ছাড়াই নিয়ম মেনেই পূজার কার্যাদি সম্পন্ন হবে। প্রতিটি মন্ডপে হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোবার ব্যবস্থা রাখা হবে এবং স্বাস্থ্যবিধি মেনেই প্রতিমা দর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে প্রতিটি পুজা মন্ডপ কর্তৃপক্ষের।

পূজার নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, সার্বজনীন দূর্গাপূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে অপ্রিতিকর ঘটনা এড়াতে দুর্গাৎসবের শুরু থেকে বিজয়া দশমী পর্যন্ত পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন এবং স্থানীয় বিট পুলিশের পাশাপাশি সার্বক্ষনিক পুলিশের পেট্রোলটিম টহল দিবে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!