খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

হরতাল সফল করার আহবান খুলনা বিএনপির

গেজেট ডেস্ক

প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন এবং আগে-পরে মিলিয়ে ৪৮ ঘণ্টা হরতাল সফল করতে খুলনাবাসীর প্রতি আহবান জানান।

শুক্রবার (৫ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিজ্ঞপ্তিতে বিএনপি নেতারা বলেন, একদলীয় সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাই তাদের অন্যায় ও অবৈধ হুমকিকে পরোয়া করার আর কোনো কারণ নেই।

সার্বজনিন ভোট বর্জনের মাধ্যমে চলমান আন্দোলনে জনগনের স্বতস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহন একদলীয় শাসনের কবল থেকে বাংলাদেশের জনগনকে মুক্ত করতে হবে। ৭ জানুয়ারির নির্বাচনে ভোট কারচুপি করতে সরকার ও সরকারির দলের বিভিন্ন নীল-নকশার করছে উল্লেখ করে নেতারা বলেন, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বন্ধ করার হুমকি, ভাতা কার্ডধারী অসহায় মানুষের জীবনজীবিকাকে হুমকিতে ফেলা কিংবা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পোস্টাল ভোট অথবা অন্য কোনো ভুমিকায় তাদেরকে অবতীর্ণ করিয়ে নির্বাচনে প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এর প্রত্যেকটি আইনগত অপরাধ। ভাতা কার্ডের বিনিময়ে বাংলাদেশের কোনো নাগরিককে ভোট দিতে বাধ্য করা সম্পূর্ণ বেআইনি। সরকার ভাবছে ৭ জানুয়ারি তাদের জয়লাভের দিন কিন্তু বিএনপি মনে করছে ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের পরাজয়ের দিন।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকার সাজানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে আলাদা করার প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন করেছে। দেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলসমূহ প্রহসনের নির্বাচন বয়কট করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারের প্রতি গুরুত্বারোপ করে আসছেন। কিন্তু সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। প্রত্যেক নাগরিকেরই ভোট দেয়া বা না দেয়ার অধিকার আছে। আওয়ামী লীগ প্রশাসনের সহযোগিতায় ভোটারদেরকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য চাপ দিচ্ছে ও ভয়-ভীতি দেখাচ্ছে। নেতৃবৃন্দ আজ ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল সফল করতে খুলনা বিএনপির সর্বস্তরের জনশক্তি ও আপামর খুলনাবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

 লিফলেট বিতরণ : আগামী ৭ তারিখ ডামি নির্বাচন বয়কটের দাবিতে বটিয়াঘাটার বুড়ো মৌলভির দরগায় ও গল্লামারি বালির মাঠ আবাসিকে লিফলেট বিতরণ করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতারা।

শুক্রবার (৫ জানুয়ারি) জুম্মাবাদ তারা এ কর্মসুচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়েবুর রহমান, মহানগর বি এন পির যুগ্ম আহবায়ক মাহবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, তারিকুল ইসলাম তারেক, এনামুল হক, ফারুক হিল্টন, মোঃ আতাউর রহমান রনু, আবু তাহের হীরা, রুহুল আমীন সোহাগ, আব্দুর রহমান, হাবিবুর রহমান বিপুল, ইসলাম বিশ্বাস, সাইফুল ইলাম মল্লিক, সোহাগ মুন্সি, জগেশ্বর সানাকার্তিক, মোঃ হেলাল উদ্দিন, ফরিদ আহমেদ, জুম্মান, হেলাল ফরাজী, আলাউদ্দিন তালুকদার, রিপন শিকদার, ফিরোজ হাওলাদার, নাজিম হাওলাদার, শহিদুল ইসলাম, বিল্লাল মৃধা, আব্দুল্লাহেল কাফি সখা, মোঃ জাবির আলী, জাহিদুর রহমান শোভন, আব্দুল্লাহ আল মামুন রাজু, শাহরিয়ার আলম বাপ্পি, আবুল কালাম কাজল, রাকিবুল ইসলাম, আবু হানিফ, মোঃ আবুজাফর, মনিরুল ইসলাম মনির, হাফিজুর রহমান সাগর, শারাফাত আলম সৌরভ, ইমতিয়াজ আলী, নিলাদ্রী কুমার, মুস্তাকিম বিল্লাহ, মহিউদ্দিন রেজা, এসএম নাসির উদ্দিন, মিজানুর রহমান, জামাল গাজী, আল-আমিন প্রমুখ। – খবর বিজ্ঞপ্তির

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!