আ’লীগের সাজানো-পাতানো দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট বর্জনের আহ্বানে ও প্রহসনের এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে ৪৮ঘন্টার হরতাল সফলে বিক্ষোভ করেছে খুলনা জেলা বিএনপি।
শনিবার (০৬ জানুয়ারি) সকালে হরতাল সফলে খুলনা-ঢাকা মহাসড়কে (হরিনটানা গেটে) অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবিরের নেতৃত্বে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ্সহ নেতাকর্মীরা অংশ নেয়।
জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, গত ১৫ বছরে লুটেরা আ’লীগের সকল অনিয়ম-দুর্নীতি, জুলুম-নির্যাতনের প্রতিবাদ জানাতে বিএনপি’র সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল সফলে ও ভোট বর্জনের উদাত্ত আহবান জানিয়েছি। বিরোধী দলবিহীন আ’লীগের সাজানো-পাতানো এ নির্বাচনে জনগনের পছন্দের প্রার্থী না থাকায় ভোট দান থেকে বিরত থাকাও প্রতিটি ভোটারের সাংবিধানিক অধিকার। তাই সকল প্রকার অপপ্রচার রুখে দিয়ে নিজে ও পরিবার-পরিজনকে সাথে নিয়ে এবারের ভোট প্রদান থেকে বিরত থাকুন। দেশের স্বার্থে অন্যদেরও ভোটবর্জনে উৎসাহিত করুন।- খবর বিজ্ঞপ্তির