খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

হত্যা মামলায় সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার

গেজেট ডেস্ক

গাজীপু‌রের টঙ্গী‌তে বিশ্ব ইজ‌তেমা ময়দানে সংঘ‌র্ষের মামলায় মাওলানা সাদ কান্দলভীপন্থী নেতা মুফতি শফিউল্লাহ মক্কীকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ ডি‌সেম্বর ইজ‌তেমা ময়দান দখল‌কে কেন্দ্র ক‌রে মাওলানা যোবা‌য়ের পন্থী‌দের সঙ্গে সংঘ‌র্ষের ওই ঘটনায় দায়ের করা মামলায় শরীয়তপুর থেকে শ‌নিবার রা‌তে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শফিউল্লাহ শরীয়তপুরের নড়িয়া থানার ডগরী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের নেতা।

পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাঁকে রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম সফিউল্লাহকে গ্রেপ্তার করে টঙ্গীতে আ‌নেন।

মামলার বাদীপক্ষ যোবা‌য়ের অনুসারী (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শফিউল্লাহকে গ্রেপ্তার করে শরীয়তপুর থেকে টঙ্গী আনা হ‌য়ে‌ছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি শফিউল্লাহকে শরিয়তপুর থে‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

এ ঘটনায় টঙ্গী প‌শ্চিম থানায় এক‌টি হত্যা মামলা ক‌রেন মাওলানা যোবা‌য়ের অনুসারীরা। শ‌নিবার রা‌তে এই মামলার আসামি শফিউল্লাহ মক্কী গ্রেপ্তার করেছে পুলিশ।

টঙ্গীর ইজতেমা মাঠে এই দুই গ্রুপের সংঘ‌র্ষে চারজন নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) পক্ষ থেকে সাদপন্থী ২৯ জনকে শনাক্ত ও শতশত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। এর আগে আসামি মুয়াজ বিন নূর ও আসামি জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!