খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

হঠাৎ করেই পদত্যাগ করলেন মোদির প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

হঠাৎ করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টা পিকে সিনহা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তিনি পদত্যাগ করেন। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব ১৮ মাস আগে মোদির অফিসে যোগদান করেন। কিন্তু হঠাৎ করে মোদির আস্থাভাজন এই আমলার পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

পি কে সিনহাকে জায়গা করে দেওয়ার জন্যই ২০১৯ সালে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদটি তৈরি করা হয়। মোদি যতদিন ক্ষমতায় থাকবেন, পি কে সিনহা ততদিন এই পদে থাকবেন বলেই তার নিয়োগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।

কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র এই সিনহা। তিনি ভারতের মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন। চার বছর ধরে তিনি মন্ত্রিসভায় সচিব পদে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে তিনি ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস (আইএএস) অফিসার হিসেবে কাজ শুরু করেন। মোদির ক্ষমতার প্রথমে তাকে মন্ত্রিপরিষদর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালে তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে প্রধানমন্ত্রী দফতরে কর্মকর্তা হিসেবে বিশেষ সুযোগ দেওয়া হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!