খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার পবিত্র হজ্বব্রত পালন উপলক্ষ্যে এক দোয়া মাহফিল বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
দোয়ায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোস বলেন, পবিত্র হজ্ব নিজেকে পরিশুদ্ধ করার জায়গা। হজ্ব মানুষকে ধৈর্য্যশীল ও সহনশীল করে। হজ্বের মাধ্যমে নিজের মধ্যে আমূল পরিবর্তন আসে যা দেখে অন্যরা আকৃষ্ট হয়। হজ্বব্রত পালনের মাধ্যমে নিজেকে খাঁটি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। উপাচার্য হজ্বের সবকটি আহকাম পালন করে সুস্থ শরীরে যাতে ফিরে আসতে পারেন এজন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান।
দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনিও পবিত্র হজ্বব্রত পালন শেষে সুস্থ শরীরে ফিরে আসার জন্য উপস্থিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের কাছে দোয়া চান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এ সময় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও অফিসার্স কলাণ পরিষদের সভাপতি দীপক চন্দ্র মন্ডল।
দোয়া অনুষ্ঠানে হজ্বে গমনকারী উপাচার্য ও উপ-উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মো. মুস্তাকিম বিল্লাহ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে