খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  টেকনাফ থেকে অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ, আটক ২
  বাংলাদেশের পট পরিবর্তন অন্যদের জন্য শিক্ষণীয় : প্রধান উপদেষ্টা

হজের প্রথম ফ্লাইট রোববার সকাল ৯টায়, সৌদির ইমিগ্রেশন ঢাকায়

গে‌জেট ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট আগামী রোববার (৫ জুন) সকাল ৯টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। সেই ফ্লাইটে সৌদির অংশের ইমিগ্রেশন সম্পন্ন হবে ঢাকায়। যাত্রীরা জেদ্দায় নেমেই ইমিগ্রেশন ছাড়া সরাসরি মক্কার উদ্দেশে রওনা হবেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও হজ অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিমানবন্দর জানায়, রোববার হাজিদের নিয়ে দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স। দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে এ ফ্লাইটটিও সরাসরি জেদ্দা যাবে।

প্রথম দুই ফ্লাইটে ঠিক কতজন যাত্রী থাকবেন, তা এখনো নিশ্চিত হয়নি। এছাড়াও ৭ জুন একটি, ৮ জুন দুটি ও ৯ জুন দুটি ফ্লাইট পরিচালিত হবে। এরপর একদিনে সর্বোচ্চ সাতটি ফ্লাইটও পরিচালিত হবে। আগামী ৪ জুলাই হজের সর্বশেষ ফ্লাইট জেদ্দায় যাবে। ফ্লাইটটি পরিচালনা করবে সদ্য হজযাত্রী বহনের অনুমতি পাওয়া ফ্লাইনাস।

শাহজালাল বিমানবন্দর আরও জানায়, এবার ফ্লাইনাসের হজযাত্রীদের কিছুটা বেগ পেতে হবে। এসব ফ্লাইটের যাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে নয় বরং সৌদি আরবেই সম্পন্ন করা হবে।

হজফ্লাইট নিয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল বলেন, বিমান এ বছর ২৯ হাজার যাত্রী হজযাত্রী বহন করবে। এর মধ্যে সরকারিভাবে চার হাজার ৫৬৪ জন হজযাত্রী থাকবেন। যাওয়া-আসা মিলে ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের সব ফ্লাইটই ডেডিকেটেড হবে। অর্থাৎ এতে সবাই হজযাত্রী থাকবেন এবং ফ্লাইটগুলো দেশে ফিরবে ফাঁকা।

চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই সৌদি আরবে হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

মোট হজ যাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান মোট ৬৫টি হজ ফ্লাইট পরিচালনা করবে এবং যাত্রীপ্রতি ভাড়া হবে ১ লাখ ৪০ হাজার টাকা। যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে সবার অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। তাছাড়া যাওয়ার সময় কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!