সৌদি আরব সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক তথা আঙুলের ছাপপদ্ধতি চালু করেছে। গত ১৬ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু হয়। অনেক হজযাত্রীর কাজ সম্পন্ন না হওয়ায় বায়োমেট্রিক ভিসা কার্যক্রমের সময় ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গত রোববার বিকালে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
এ দিকে খুলনায় হজযাত্রীদের টিকা (মেনিনফাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) প্রদানের কার্যক্রম ১১ ম ’র পর শুরু হবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সিভিল সার্জন অফিসে টিকা দেওয়া হবে। টিকা প্রদানের আগে ৬টি পরীক্ষার ফলাফল সঙ্গে আনতে হবে। এগুলো হচ্ছে ইউরিন আর/এম/ই, আরবিএস, এক্সরে চেস্ট পি/এ ভিউ, ইসিজি, সিরাম ক্রিটিনিন, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি সঙ্গে ইসিআর) এবং ব্লাড গ্রুপিং।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনায় এখনও টিকা এসে পৌঁছেনি। টিকা পৌঁছাবে ১১ মে। ওইদিনই জানানো হবে কবে থেকে টিকা কার্যক্রম শুরু হবে।
হজ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১৫ হাজার হজযাত্রী। এ বছর বয়সের সর্বোচ্চ সীমার শর্ত তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরাও হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/হিমালয়