খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

স্মৃতির ফ্রেমে বাঁধা শৈশব

আবদুস সালাম খান পাঠান

১.
স্মৃতির ফ্রেমে বাঁধা আমার গ্রামের শৈশবস্মৃতি, প্রকৃতি
কতো যে মধুর, নয়নমুগ্ধকর।
আমার সবুজ গাঁয়ের প্রাণশীতলবায়ু, পুষ্পবীথিকা,
নতুন জেগে উঠা চর বনাঞ্চল, প্রতিচ্ছবি কতো যে মনোহর ।
মায়াবী জোৎস্নায় হাস্যজ্জ্বল স্নিগ্ধ-ঊষার রঙিন অধর ।
শৈশবের হাডুডু, ফুটবল খেলার স্মৃতি কতো যে স্বপ্নময়,
অদম্য সাহসে, মনের শক্তি সঞ্চয়, আকাঙ্ক্ষার বলয় ।
শীতের সকাল-সন্ধ্যায় কুয়াশায় ঢাকা, বাড়ীর উঠোনে,
উনুনজ্বলা, রান্নাবান্নার সামগ্রী সাজানো গৃহাঙ্গন,
-উন্মুক্ত পাকঘর ।
নিশীতে, রাত জাগা পিঠা পুলির আয়োজন – মেলায় অনেক
আগ্রহ মিটেছে হৃদয়ে, কতো আনন্দ কোলাহলে ।
গাছের ডালে ঘুঘু ডাকা-সন্ধ্যা কালে, ভোরের বেলা
কোকিল ডাকা আমকাঁঠালের বনে, সুর ও স্বরধ্বনি বাজে
সুমধুর কানে, কানে । হৃদয় মাতে হাওয়ার তালে, বাঁশবনে, নতুন নিক্কনে ।
ভালোবাসার উষ্ণ আবেগ, অনলে, কৃষ্ণচূড়ার লালে লালে –
সবুজ প্রকৃতির প্রেম-অন্তর টলমলে ।
মুক্তার শীতল পাটিতে বসে নেই বিশ্রাম বাতায়ন খুলে শান্তি
– সুখের মায়াজালে । ভাইবোন মিলে ।

২.
বড় পুকুরে ফুটিছে পদ্ম, মলদীঘি আঙিনায় কাদামাটি
হাঁটুজলে । ধলেশ্বর বিলে ফুটিছে শতদল
স্নিগ্ধ সুবাসিত ঘ্রানে, ফুটিছে বউসন বিলে, শুভ্র কমল,
– শাপলা শালুকের ফুলদল !
গোলাপ, বেলীর গন্ধমাখা শৈশবের স্মৃতি যেনো বুকভরা
-প্রেম, প্রবাহ অনল । পড়াশুনার আগ্রহে কমতি নেই, মনে অতিবল ।
প্রকৃতির সবুজাভ বনছায়ায় আম বাগান, বটবৃক্ষছায়া,
– সুশীতল ।
বাড়ীর সামনে কড়ুইতলা, তালগাছ প্রবাসী পাখিদের
সুন্দর আবাস । বনতল, বনজঙ্গল ।
শীতের মৌসুমে আমার গ্রামের মানুষে; ‘বিলে মাছধরা
– আনন্দ বিলাস ।’ রাত জাগা মাছুয়া দলের মিলনের কৌতূহল ।
উর্বর বীজ বালুকায়, বেলে দোআঁশ মাটিতে ফলে
সোনার শস্য ফসল, গোলাভরা, পাট, ধানে, কৃষানের
– হৃদয়ে আনন্দ ঝলমল ।
উত্তরে গারো পাহাড়, সুন্দর শ্যামলিমা সবুজ প্রকৃতি
বাতাস নির্মল । ইতিহাসের কথায়, সাহিত্য পাতায়
ময়মনসিংহ গীতিকায় – মহুয়া-মলুয়ার প্রেমগীতি, আবেগ
– বাসনা প্রীতি, অনেক স্মৃতি, কৌতূহলে ।
বঙ্গ বীরাঙ্গনার শোকে কেল্লাতাজপুরের মাঠ আজও
কাঁদিছে সখিনার বিরহ-বিলাপ অনলে । কতো স্মৃতি !
– কবরের শোভায় আজ ফোটে গোলাপ, বেলী, চামেলী
পুষ্প কুঁড়ি-, কলি হৃদয়ের অশ্রুজ্বালা বুকের নীরলে ।
কেটেছে গ্রামের সেই শৈশব, মাটির মায়ায়
মাতৃ পিতৃ স্নেহের আবদ্ধ মায়াজালে ।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!