১.
সন্ধ্যাকাশে গোধূলিবেলা গ্রামের সবুজ প্রকৃতি বনছায়ায়
সুন্দর সুষমায় হৃদয় জুড়ায়ে যায়।
কতো হৃদয় আবেগে, শৈশব স্মৃতি বার বার মনে তাড়িয়ে যায়
জীবনের স্তরে স্তরে নানান পরীক্ষা আসে, শতো ধৈর্য্য গুনে
কেবল সাহস না হারায়।
ছোটবেলায় যখন; বাঁশের সাঁকো দিয়ে পাড় হতাম –
রাজী নদী; ভয়ে ভয়ে শরীরে কাঁপন ধরতো অনেকবার।
বাঁশের খুঁটি ধরে; সামলিয়ে নিতাম দেহের ভার।
অনেকে সাঁতরিয়ে পার হতো সুইত্যা নদী; নৌকো
ভ্রমণে, বর্ষাবাদলে জীবনের ঝুঁকি ছিলো অনেক – আমার।
আমি কিন্তু জানতাম না নদীতে দিতে সাঁতার।
মহা দুর্যোগে কর্দমাক্ত পিচ্ছিল পথে পায়ে হেঁটে গিয়েছি
কেন্দুয়া বিদ্যাপিঠ। ঝড়-ঝাপটায়, ভাওয়ালিয়া নৌকোয়
করেছি ভ্রমণ। দেখেছি বন্যা কবলিত মাঠঘাট সোনালি প্রান্তর।
ডুবো ডুবো ফসলি মাঠ আর অথৈ জল রূপালী
মনোহর।
২.
দুই ভাই মিলে গিয়েছি মামার বাড়ী, পাড়ি
দিয়েছি তলার হাওর, সুইত্যা নদী তরঙ্গিত, ঢেউয়ে
উত্তাল বিলের জল, ডিঙ্গি নৌকোয়, – শুধু রেখেছি মনের বল।
বিলে ভাসিছে শাপলা, শালুক, রক্তপদ্ম;
-নাচিছে রূপালী ইলিশ, মনের শুভ্রতা কতো যে সুখ
আনন্দ বাসনা বিহ্বল। ভোরের সূর্যোদয়ে
রঙিন কিরণ আভা কতো যে উজ্জ্বল!
দেখেছি জেলেদের হালকা পাতলা নৌকো, খরা জালে
মাচাঙ্গে বসে মাছ ধরার কৌশল।
দেখেছি শ্রমজীবি মানুষের ব্যতিব্যস্ততা, জীবন
বাঁচার তাগিদ, জীবনের কায়িক সংগ্রাম দিনবদল।
নিরন্তর সংসারে নিত্যতাড়া, একাগ্র শ্রমে
মেহনতে ব্যাকুল জীবনাচার। গ্রামের শৈশব স্মৃতি এখনও
মনে পড়ে বহুবার। নানুর বাড়ী সোহাগ, আদর
একান্ত ভালোবাসার।
লেখক: Abdus Salam Khan Pathan
Ex-Director, Islamic Foundation Bangladesh
Phone: 01711473561, 01857541855
Postal Address:
House: 14, Road: 3/C, Sector: 9
Uttara, Dhaka 1230, Bangladesh