খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার- ২০২৩’ পেল খুলনার অ্যাওসেড

গেজেট ডেস্ক

সমুদ্রে জীবন রক্ষায় অবদান রাখায় ‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার- ২০২৩’ পেল খুলনার বেসরকারি প্রতিষ্ঠান অ্যান অর্গানাইজেশন ফর সোসিও ইকনোমিক ডেভেলপমেন্টের (অ্যাওসেড)। জেলা পর্যায়ে কারিগরি-বেসরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে এ পুরস্কার লাভ করে সংস্থাটি। প্রতিষ্ঠানটি সমুদ্রগামী জেলেদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তায় আগাম সর্তকর্তা হিসেবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনার জন্য পুরস্কারের জন্য মনোনীত হয়।

বুধবার (১৮ অক্টোবর) রাজনীতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন ও সমস্যার সমাধানে অবদানের জন্য ২০২৩ সালের স্মার্ট বাংলাদেশ পুরস্কার দেওয়া হয়।

কারিগরি প্রাতিষ্ঠানিক বেসরকারি ক্যাটাগরিতে অ্যাওসেড নির্বাহী পরিচালক শামীম আরফিন এ পুরস্কার গ্রহণ করেন।
সাধারণ ব্যক্তিগত সরকারি ক্যাটাগরি, সাধারণ দলগত সরকারিসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেমের জন্য পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট জন্য নাসিমা আক্তার নিশা। কারিগরি ব্যক্তিগত সরকারি ক্যাটাগরিতে স্থানীয় ভারী শিল্পসমূহের যন্ত্রপাতির কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক্স, ফার্মওয়্যার, হার্ডওয়ার ও সফটওয়্যার তৈরি উৎপাদনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফ ইফতেখার মাহমুদ, সব ওয়াইফাইয়ের একক পাসওয়ার্ড এর জন্য প্রেক্সাস ক্লাউড লিমিটেড, কারিগরি দলগত সরকারি ক্যাটাগরিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। কারিগরি দলগত বেসরকারি ক্যাটাগরিতে মানু ফার্মস, কারিগরি প্রাতিষ্ঠানিক সরকারি ক্যাটাগরিতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি, বেসরকারি ক্যাটাগরিতে টেক গার্লিক লিমিটেড। এছাড়া সাধারণ ব্যক্তিগত সরকারি ক্যাটাগরিতে প্রতিষ্ঠান হিসেবে প্রাণিসম্পদ বিভাগের অনলাইন রিপোর্টিং এর জন্য নওগাঁর হাঁস প্রজনন খামারের প্রাণিসম্পদ অফিসার কাজী আবু সাঈদ পুরস্কার পেয়েছেন। সাধারণ ব্যক্তিগত বেসরকারি ক্যাটাগরিতে আইডি টাচ ইন কওমি মাদ্রাসার জন্য শেরপুরের জামিয়া সিদ্দিকা মাদ্রাসার শিক্ষক ও ফ্রিল্যান্সার মো. মিনহাজ উদ্দিন পুরস্কৃত হন। স্মার্ট জনবান্ধব হাসপাতালের জন্য সাধারণ দলগত সরকারি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। সাধারণ প্রাতিষ্ঠানিক সরকারি ক্যাটাগরিতে সরকারি সকল অনুদান ওটিপির সাহায্যে বিতরণের জন্য জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার শেফা, সাধারণ প্রাতিষ্ঠানিক বেসরকারি ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে ৪০০ জনের কর্মসংস্থানে এসইও এক্সপোর্ট বাংলাদেশ লিমিটেড, নয়টি অ্যাপস উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনের সহায়তার জন্য উপসহকারী কৃষি অফিসার সুভাষ চন্দ্র দত্ত ও কারিগরি ব্যক্তিগত বেসরকারি ক্যাটাগরিতে বেবিটিউবের জন্য বেবি টিউবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শামীম আশরাফকে পুরস্কার দেওয়া হয়।

কারিগরি দলগত সরকারি ক্যাটাগরিতে পোল্ট্রি ফার্মিং শেডে অ্যাপ্লিকেশনের জন্য একাধিক সেন্সর নেটওয়ার্কসহ স্মার্ট অ্যামোনিয়া দূষণ হ্রাসকরণ, সিস্টেম ডিজাইনের জন্য পুরস্কার পেয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কারিগরি দলগত বেসরকারি মানব কল্যাণে হিউম্যান রোবট বঙ্গবন্ধুর জন্য পুরস্কার পেয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী মো. জগলুল করিম, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী আবরার শহীদ ও তোয়াহা জুবায়ের এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী শাহরিয়ার করিম ফাহাদ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!