খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে : প্রিন্স

গেজেট ডেস্ক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে। এখন লড়াই হলো স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদের। এটি না করতে পারলে ভিন্ন ভিন্ন নামে স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে আসবে। এই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যের অবসান ঘটানো। সিপিবি দীর্ঘদিন ধরে এই বৈষম্য মুক্ত সংগ্রাম করে চলেছে। এই সংগ্রামে বিজয়ী না হওয়া পর্যন্ত রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে।

২৩ আগস্ট ২০২৪ খুলনা মহানগরের বয়রা মোড়ে সিপিবি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রুহিন হোসেন প্রিন্স। বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খালিশপুর থানার উদ্যোগে সভাপতি পলাশ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডা. মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকম-লীর সদস্য সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, তোফাজ্জেল হোসেন, ডা. ফরিদুজ্জামান, মাহফুজুর রহমান মুকুল, মীর ওবায়দুর রহমান, ফজলুল হক, যুবনেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, রিয়াজুর রহমান, অশোক ম-ল, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, মৌফার শের আলম লেনিন, উত্তম প্রমুখ।

সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বন্যার্ত এলাকায় দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি এ অঞ্চলের মানুষের উদ্দেশ্যে বলেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একদলকে পরাজিত করে আর এক দলকে বিজয়ী করিনি। একদলের পরিবর্তে আরেক দল দখলদারিত্ব, চাঁদাবাজি করবে এটি সহ্য করা হবে না। তিনি নব্য দখলদার ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, দেশবাসীকে সাথে নিয়ে এসব চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা কোনও দলের পক্ষে অবস্থান নেবেন না। নির্দলীয় অবস্থানে থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কাজ শুরু করেন, নির্বাচনী ব্যবস্থার সংস্কারের আলোচনা শুরু করেন।

সমাবেশ শেষে গণঅভ্যুত্থানের সময় হত্যাকারীদের বিচার, নিহত আহতদের প্রকৃত তালিকা প্রকাশ ও পুনর্বাসনের এবং জনকল্যাণমুখী সংস্কারের দৃশ্যমান কাজ শুরু করার দাবিতে একটি মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে সকাল ১১টায় সিপিবির খুলনা জেলা কার্যালয়ে পার্টির খুলনা বিভাগীয় সমন্বয় সভা সিপিবির খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশীদ, যশোর জেলার সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরু, চুয়াডাঙ্গা জেলার সভাপতি সৈয়দ মজনুর রহমান, বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মাগুরা জেলার সভাপতি বীরেন্দ্রনাথ রায় প্রমুখ বক্তব্য রাখেন। – খবর বিজ্ঞপ্তির।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!