খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

স্বাস্থ্য বিধি অমান্য ও যান চলাচলে অনিয়মের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা এবং দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে মাস্ক পরিধান ব্যতিরেকে কোন ক্রেতা ও সেবা প্রত্যাশীকে সেবা প্রদান না করতে উদ্বুদ্ধ করা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) নগরীর নিউ মার্কেট সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান।

এদিকে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধের দায়ে কতিপয় মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেন তিনি। এসময় ‘দণ্ডবিধি, ১৮৬০ ও সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর বিভিন্ন ধারায় সাতটি মামলায় ৮ হাজার ১০০টাকা জরিমানা করা হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি প্রতিপালনে যান চলাচলে অনিয়ম রোধ করতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!