খুলনা মহানগরীতে গণপরিবহনে সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানা, অতিরিক্ত যাত্রী বহন করা এবং মাস্ক না পড়ার অপরাধে চারটি মামলায় ৩১০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল এবং তাহমিদুল ইসলাম তমাল এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। পরিবহন মালিক-শ্রমিকদের সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে অপর অভিযানে একজন মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
করোনাকালে স্বাস্থ্যবিধি রক্ষায় ও মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এআইএন