খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট
  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

স্বাস্থ্যবিধি ভঙ্গ ও প্রকাশ্যে ধুমপান করায় ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে গণপরিবহনে সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানা, অতিরিক্ত যাত্রী বহন করা এবং মাস্ক না পড়ার অপরাধে চারটি মামলায় ৩১০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল এবং তাহমিদুল ইসলাম তমাল এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। পরিবহন মালিক-শ্রমিকদের সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে অপর অভিযানে একজন মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

করোনাকালে স্বাস্থ্যবিধি রক্ষায় ও মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!