খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

স্বামী সন্তানের শয্যাপাশে চিরনিদ্রায় শায়িত সুজনের মা রিজিয়া শহীদ

গেজেট ডেস্ক

স্বামী সন্তানের শয্যাপাশে চিরনিদ্রায় শায়িত হলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক শেখ শহীদুল হকের সহধর্মিনী এবং মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের মা রিজিয়া শহীদ। গতকাল শুক্রবার তার জানাযা শেষে টুঙ্গিপাড়ায় দাফন করা হয়। সকল ৯টায় নগরীর বায়তুন নুর জামে মসজিদ চত্বরে প্রথম জানাযা এবং টুঙ্গিপাড়া গওহরডাঙ্গা মাদ্রাসায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে গওহরডাঙ্গায় পারিবারিক কবরস্থানে স্বামীর পাশেই দাফন করা হয়।

এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম মেম্বর ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ এমপি, সাবেক সাংসদ আকতারুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কামরুজ্জামান জামাল, অধ্যাপক আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, শেখ মোশাররফ হোসেন, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, শহীদুল ইসলাম বন্দ, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান শেখ বাবুল হোসেন, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান এস এম ওয়াহিদুজ্জামান বাবু, ডা. মেহেদী নেওয়াজ, শেখ আবিদ উল্লাহ, ফেরদৌস হোসেন লাবু, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ফয়েজুল ইসলাম টিটো, মো. শিহাব উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, চৌধুরী রায়হান ফরিদ, শেখ মো. আবু হানিফ, ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, আজিজুর রহমান রাসেল, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, জিয়াউল আহসান টিটো, আরিফ হোসেন মিঠু, অধ্যা. আদেল মুকুল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, নজীবুল হক নজীব, পারভেজ হাওলাদার, মো. ইমরান হোসেন, সাংবাদিক এস এম সাহিদ হোসেন, মো. সাহেব আলী, এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, আব্দুল কাদের শেখ, কাউন্সিলর রোজী ইসলাম নদী, আব্দুল্লাহ আল মামুন মিলন, মো. নজরুল ইসলাম, এস এম মাহাতাবুজ্জামান, মো. ইমরান শেখ, তাসদিকুর রহমান সিদ্দিকী জয়, এস এম আশিকুর রহমান আশিক, মো. সুমন হোসেন, মো. শাহীন আলম, চয়ন বালা, রাকিব মোড়ল, জনি বসু, মো. রাশেদুল ইসলাম, নিশাত ফেরদৌস অনি, রুম্মান আহমেদ, মো. মামুনুর রহমান, ইব্রাহিম বন্দ, মো. আসানুর ইসলাম, মো. শাহীনুর রহমান, মো. পিয়াল আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পরিবারের আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!