টাঙ্গাইলের সখীপুরে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে (২৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে উপজেলার নয়াকচুয়া গ্রামের চাঁদেরহাট নামের এক বিনোদন কেন্দ্রের পাশের বনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় সখীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারীর স্বামী। এতে সাতজনকে আসামি করা হয়।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী নারী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বুলবুল আহমেদ (২৪), মোহাম্মদ বাবুল (৩০), লাবু মিয়া (২৬), আসিফ (২৩), শফিক আহমেদ(২৫) এবং মোজাম্মেল হক (৩০)। তাদের সবার বাড়ি উপজেলার কচুয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে সখীপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই দম্পতি নয়াকচুয়া গ্রামে অবস্থিত চাঁদেরহাট নামের একটি বিনোদন কেন্দ্রে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বিনোদনকেন্দ্র থেকে মূল ফটকে বেরিয়ে আসেন। এ সময় আসামিরা তাদের প্রেমিক-প্রেমিকা হিসেবে সন্দেহ করে পাশের একটি গজারি বনে ধরে নিয়ে যান। সেখানে আসামিরা তাদের প্রথমে মারধর করেন। একপর্যায়ে রাত সাড়ে আটটার দিকে স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে সাতজন ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিরা চলে যান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই দম্পতি থানায় এসে ধর্ষণের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গেই ওই গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিদের শুক্রবার টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।