খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

স্বাধীনতা : হৃদয়ে বঙ্গবন্ধু

আবদুস সালাম খান পাঠান

বাংলা স্বাধীন ভাষায়, স্বাধীন বাংলাদেশের ঘন সবুজের –
বৃক্ষছায়ায়, নতুন জীবনের আহবান । দ্বীপ্ত শপথে, জয়বাংলার গান ,
– যুদ্ধবিধ্বস্ত এদেশের কর্দমাক্ত মাঠঘাট নদীজল উর্বরতায়
আর, চৈত্রের তাপদাহ সবুজ তৃণছায়া ফসলি মাঠে নতুনের আঘ্রাণ,
স্বাধীনতার আনন্দে বিজয় নিশান, বীর শহীদদের ত্যাগে আত্মা মহীয়ান,
এদেশের খাঁটি দেশপ্রেম হৃদয়ের গভীর ভালোবাসার উচ্ছাসে –
বজ্রকন্ঠে সেই স্বাধীনতার ডাক, বঙ্গবন্ধুর ৭ই মার্চের
ঐতিহাসিক ভাষণে – সংগ্রামী আহবান, মুক্তিযুদ্ধের চেতনায় –
অঙ্গীকারে-ঐশ্বর্য, গৌরবে; একাত্তরের স্মৃতি-অম্লান।
রক্তিম সূর্যের আলোকছটায় সংগ্রামী শপথে কোটি কোটি
আপামর জনতার, যুবক-তরুন ও কৃষকের অনুপ্রাণিত প্রাণ, উচ্চারিত
‘জয় বাংলা’ স্লোগান । সোনার বাংলা গড়ার শপথে আগুয়ান
এ বাংলাদেশ স্বাধীনতার বিজয় গৌরবে লাল-সবুজের পতাকা
উড্ডীন । এলো ঐ নতুন সুখী জীবনের সন্ধান !!
চির সবুজে ফুটিছে লাল-লাল কৃষ্ণচূড়া, বসন্তে অপরূপে ধরণী
সৌন্দর্যে রঙিন-শিমুলের লাল-বাগান !! শুধু স্বাধীনতার জয়গান।
নব আলোকে এ সুন্দর বাংলাদেশে যত সুনাম যশ, বিশ্ববরেণ্য
অনলবর্ষী বক্তা, মহান নেতার অমর কীর্তিতে সোনার বাংলার শান্তি সুখ;
সবার জাগরণে, মনেপ্রাণে, অমরত্বে, স্বাধীনতার স্থপতি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
স্বদেশের ভালোবাসায় কাতর প্রাণ, ফোটে রক্ত গোলাপ, প্রাণের শতদল,
বাংলা ভাষার উচ্চারণে উদাত্ত শিহরণে, অভিনব কাব্যছন্দে
সুষমা মন্ডিত বাংলার শব্দগান । ‘বঙ্গবন্ধু’ প্রিয় নাম, বিশ্বে এতো সন্মান
পরম শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধু, জাতির পিতার স্মৃতি উৎসব,
– মুজিব শতবর্ষে উল্লসিত বাঙালীর প্রাণ ।
বিশ্বে সাড়া জাগানো সোনালী স্বপ্ন পূরণে নতুন বাগানে
ফুটেছে নতুন ফুলের কুঁড়ি, পাপড়ির সুঘ্রাণ |
বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ চির অম্লান |

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!