মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের সার্বিক প্রস্ততি পর্যালোচনার লক্ষ্যে খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়কদের সমন্বয়ে এক পর্যালোচনা সভা সোমবার (২১ মার্চ) দুপুরে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কাজী মো: রাশেদ, স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মো: মাসুদ পারভেজ বাবু ও শেখ সাদী।
সভা থেকে আগামী শনিবার ২৬ মার্চের কর্মসূচি সফল করতে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।
কাজী মো: রাশেদকে আহবায়ক ও কাজী মাহমুদ আলীকে সদস্য সচিব করে সদর ও সোনাডাঙ্গা থানার সাংগঠনিক উপ কমিটি এবং স ম আব্দুর রহমানকে আহবায়ক ও আবুল কালাম জিয়াকে সদস্য সচিব করে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা সাংগঠনিক উপ কমিটি।
বদরুল আনাম খানকে আহবায়ক ও চৌধুরী শফিকুল ইসলাম হোসেনকে সদস্য সচিব করে অর্থ উপ কমিটি। শের আলন সান্টুকে আহবায়ক ও শেখ সাদীকে সদস্য সচিব করে শৃঙ্খলা উপ কমিটি। আজিজুল হাসান দুলুকে আহবায়ক ও মো: মাসুদ পারভেজ বাবুকে সদস্য সচিব করে সাজসজ্জা উপ কমিটি গঠন করা হয়।
কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত উপ কমিটিসমূহ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠন থেকে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপরেট করবেন।
উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস পালনে খুলনা মহানগর ও জেলা বিএনপি দিনব্যাপি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৬টায় গল্লামারি বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন। বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত, সংক্ষিপ্ত সমাবেশ ও নগরীতে বর্ণাঢ্য র্যালী।
খুলনা গেজেট/ এস আই