‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। শনিবার বেলা ১১ টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।
এ সময় স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এসএম রাসেল, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চত্বরে এসে মিলিত হয়।
শনিবার শুরু হওয়া এই মেলা রবিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক স্টল রয়েছে। এ স্টলে সরকারের উন্নয়ন প্রচার করা হবে।
খুলনা গেজেট/এনএম