সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রক্কালে ভয়ভীতি দেখিয়ে দশ পিস স্বর্ণের বার হাতিয়ে নেয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কেড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি ভুট্টোলাল গাইন সহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের তরিকুল ইসলাম ভারতে পাচারের জন্য দশটি স্বর্ণের বার নিয়ে আসে। এ খবর পেয়ে ভুট্টোলাল গাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী চোরাবারবারী ইয়ার আলি মেম্বর তরিকুলের বাড়ি যেয়ে ভয়ভীতি দেখিয়ে বুধবার (২২ ডিসেম্বর) ওই স্বর্ন কেড়ে নেয়। এই খবরের ভিত্তিতে বিজিবি’র কাকডাঙ্গা বিওপির সদস্যরা ছিনতাই হওয়া স্বর্ণের উদ্ধারে অভিযান শুরু করে।
অভিযানের এক পর্যায় বিজিবি সদস্যরা স্বর্ণ চোরাচালানি কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের তরিকুল ইসলামকে না পেয়ে তার বাবা কবিরাজ মান্নানকে ধরে এনে জিজ্ঞাবাদ করতে শুরু করে। এঘটনায় জড়িত সন্দেহে বিজিবি কেড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ভুট্টোলাল গাইনকে তার প্রাইভেটকারসহ আটক করে। কয়েক দিন আগে নৌকা প্রতীকে ভোট করে বিপুল ভোটে হেরে যান। তবে পালিয়ে রয়েছে এলাকার চিহিৃত স্বর্ণ ও মাদক চোরাকারবারি এবং হুন্ডি ব্যবসায়ী কাকডাঙ্গার ইয়ার আলি মেম্বর। তার সন্ধানে দু’দিন ধরে মাঠ চষে বেড়াচ্ছে বিজিবি সদস্যরা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ জানান, স্বর্ণ ছিনিয়ে নেয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের ভূট্টলাল গাইন ও ন কবিরাজকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর ইয়ার আলি ও তরিকুলকে আমরা খুঁজছি। এবিষয়ে বিস্তারিত পওে জানানো হবে বলে তিনি জানান।