যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাত্র ১১১ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ চ্যালেঞ্জের মুখে পড়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত। গত দুই ম্যাচে ব্যর্থ বিরাট কোহলি এ ম্যাচে শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক রোহিত শর্মা ও ঋষব প্যান্টও সাজঘরে ফিরে গেছেন।
কিন্তু শেষ পর্যন্ত আর স্বপ্ন ছোঁয়া হয়নি স্বাগতিকদের। সুরাইয়া কুমার যাদবের অর্ধশতক (৫০ )ও সিবান দুবের (৩১) অন্যবদ্য ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পায় রোহিতের দল।
এর আগে টস হেরে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১১০ রান তুলতে সমর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।
টি-টোয়েন্টিতে এই লক্ষ্যটা মামুলি হলেও নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে যে এটা একদম সহজ নয় সেটা সবার জানা। কারণ, এই মাঠেই নিজেদের আগের ম্যাচে ১১৯ রানে প্যাকেট হয়েছিল ভারত। জবাবে পাকিস্তান থামে ১১৩ রানে। এমনকি শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা কেউই এই মাঠে বেশি স্কোর গড়তে পারেনি।
বুধবার ম্যাচটিতে টস জিতে বোলিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বোলিং ইনিংসের শুরুতেই সাফল্য পেয়ে যায় ভারত। ইনিংসের প্রথম বলেই আর্শদিপ সিং ভাঙেন যুক্তরাষ্ট্রের ওপেনিং জুটি। একই ওভারের শেষ বলে ওয়ানডাউনে নামা অ্যান্ড্রিসকেও বিদায় করেন আর্শদিপ।
জোড়া ধাক্কা খেয়ে শুরুটা ভয়ংকর হয় যুক্তরাষ্ট্রের। এখান থেকে চাপ কাটাতে চেষ্টা করেন অ্যারন জোন্স। কিন্তু স্বাগতিক অধিনায়ককে বেশিক্ষণ টিকতে দেননি পান্ডিয়া। মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ১১ রানে বিদায় নেন স্বাগতিক অধিনায়ক।
এরপর দলীয় ৫৬ রানে স্টিভেন টেইলরকে হারায় যুক্তরাষ্ট্র। ২৪ রানে অক্ষর প্যাটেলের ডেলিভারিতে বোল্ড হন টেইলর। মাঝে নিতিশ কুমার নেমে উপহার দেন ২৭ রানের ইনিংস। আর শেষে দিকে কোরে অ্যান্ডারসন ও হারমিত সিং আউট হওয়ার পর টেলএন্ডারদের ব্যাটে চড়ে একশ ছাড়ানো পুঁজি পায় যুক্তরাষ্ট্র।
ভারতের হয়ে বল হাতে দারুণ করেন আর্শদিপ সিং। তিনি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন চারটি উইকেট। ৪ ওভারে ১৪ রান খরচায় হার্দিক পান্ডিয়ার শিকার দুটি। অক্ষর প্যাটেলের শিকার একটি। ভারতের গত দুই ম্যাচের জয়ের নায়ক জাসপ্রীত বুমরহ ২৫ রান খরচেও কোনো উইকেটের দেখা পাননি।
খুলনা গেজেট/কেডি