খুলনা রেল স্টেশনের আশপাশের বস্তি ও কর্মজীবী দরিদ্র পরিবারের সন্তানদের নিয়ে পরিচালিত স্বপ্নপুরী স্কুলের শিক্ষার্থীদের মিলনমেলা, খাবার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার বিকেলে খুলনা রেলওয়ে জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়। খুলনার সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। অন্যান্যের মধ্যে ছিলেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরা, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উপদেষ্টা সুপতা বৈদজ্ঞ, মাসাস-এর শিশু সুরক্ষা সমন্বয়ক কৃষ্ণা দাশ, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সহ-সভাপতি আব্দুস সালাম শিমুল ও মো. সাব্বির খান, সহ-সাধারণ সম্পাদক নাজনীন জাহান সৌমী, পড়শি’র নূরুন নাহার হীরা, স্বপ্নপুরী স্কুলের অধ্যক্ষ তামান্না ইয়াসমিন মুন্নী, মো. সবুজুল ইসলাম, এম মোস্তফা কামাল প্রমুখ।
অতিথিরা বলেন, সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের একটু যত্ন ও দায়িত্ব নিয়ে তাদের পাশে দাঁড়ালেই তারাও ভাল কিছু করতে পারবে। শিক্ষার আলো দিয়েই শিশুদের আলোকিত করতে হবে। এজন্য সুবিধা বঞ্চিত শিশুদের ভাগ্য উন্নয়নে সরকারের সাথে সমাজের বিত্তবান লোকদের এগিয়ে আসতে হবে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এমআর