আগামী ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপে ২৯ দলের জায়গা চূড়ান্ত হয়েছে। শুক্রবার কাতারের দোহায় শুরু হচ্ছে বিশ্বকাপের ড্র।
প্রতিবারই বিশ্বকাপে মৃত্যুকূপে পড়ে ফেবারিট কোন দল এবং গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। পটে তিনে থাকা পোল্যান্ড, সার্বিয়া ও জাপান এবার বড় দলগুলোকে বড় পরীক্ষার স্বাদ দিতে পারে। কোন দল পড়বে ওই মৃত্যুকূপে?
গ্রুপ ‘এ’- কাতার, নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’- ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘সি’- আর্জেন্টিনা, মেক্সিকো
গ্রুপ ‘ডি’- ফ্রান্স, ডেনমার্ক
গ্রুপ ‘ই’- স্পেন, জার্মানি,
গ্রুপ ‘এফ’- বেলজিয়ান, ক্রোয়েশিয়া
গ্রুপ ‘জি’- ব্রাজিল, সুইজারল্যান্ড
গ্রুপ ‘এইচ’- পর্তুগাল, উরুগুয়ে
দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে। প্রতি পটে আছে আটটি করে দল। ড্র পট ওয়ান থেকে শুরু হবে এবং আটটি দল আট গ্রুপে জায়গা পাবে।
৪ পটে ৮ দল
১. কাতার (স্বাগতিক), ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল
২. নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, সুইজারল্যান্ড, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো
৩. ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সেনেগাল, তিউনিসিয়া
৪. ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, কানাডা, ক্যামেরুন, ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড, নিউজিল্যান্ড/কোস্টারিকা, পেরু/অস্ট্রেলিয়া/আমিরাত।