যশোরে যৌতুক মামলায় আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক গৌতম মল্লিক এ আদেশ দেন। আব্দুল আজিজ সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। সাজাপ্রাপ্ত আব্দুল আজিজ কারাগারে আটক আছেন।
মামলা সূত্রে জানা গেছে, আসামি আব্দুল আজিজ চান্দুটিয়া গ্রামের মৃত জালাল সরদারের মেয়ে ফরিদা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে একটি সন্তান হওয়ার পর আব্দুল আজিজ তাকে তালাক দেন। এরপর আবার ২০০৫ সালের ১৮ জুলাই আজিজ তাকে দ্বিতীয়বার বিয়ে করেন। এসময় আজিজ স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় আজিজ তার স্ত্রীকে ২০১৬ সালের ১২ অক্টোবর পিতার বাড়ি তাড়িয়ে দেন। ১৭ অক্টোবর যৌতুক নিরোধ আইনে স্বামীর বিরুদ্ধে মামলা করেন ফরিদা বেগম।