নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালিতে স্ত্রী অনন্যা চৌধুরী হীরার (২৮) মৃত্যুর ঘটনায় পুলিশ স্বামী এম কে আই জিসানকে আটক করেছে।
হীরার ভাইয়ের স্ত্রী মিম জানান, গত ১৮ আগষ্ট মঙ্গলবার রাতে হীরার মোবাইলে একাধিক বার ফোন দিলে কেউ রিসিভ করেনি। পুনরায় সকালে ফোন দিলে হীরার স্বামী জিসান মোবাইল রিসিভ করে বলে হীরা বাড়িতে নেই।
কোথায় গেছে জানিনা, এ কথা বলার পর পাশে থাকা হীরার ছেলে তামিম বলে মা তো মারা গেছে, মোবাইলে একথা শোনার পর আমার শশুর সহ পবিারের সবাই মশিয়ালিতে হীরার শশুর বাড়িতে গিয়ে দেখি তার স্বামী ঘরে রয়েছে।
জিসান এর কাছে হীরার কথা জানতে চাইলে সে বলে তাকে খুজে পাচ্ছিনা , এরপর আমার শশুর পাশের ঘরে গিয়ে দেখে ঘড়ের আড়ার সাথে হীরার গলায় ওড়না প্যাচানো লাশ ঝুলানো রয়েছে ।
তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দিলে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং স্বামী জিসানকে আটক করে ।
খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশের ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে । হীরার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে । এ রিপোট লেখা মামলার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/নাফি