ক্যারিয়ারের শুরুতে অনেক সংগ্রাম করতে হয়েছে বলিউড কিং শাহরুখ খানকে। তবে দিনশেষে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এদিকে পরিচালক করণ জোহরের সঙ্গে শাহরুখের সুসম্পর্কের কথা সকলেরই জানা।সম্প্রতি একটি অনুষ্ঠানে বলিউড সুপারস্টার জানিয়েছেন তিনি একবার করণ জোহরের একটি চিত্রনাট্য পুরোটা শোনার আগেই প্রত্যাখ্যান করেছিলেন। কারণ, সিনেমার চিত্রনাট্যে লেখা ছিল অভিনেতাকে স্কার্ট পরতে হবে।
শাহরুখ বলেন, ‘কয়েক বছর আগে করণ আমার বাড়িতে একটি চিত্রনাট্য নিয়ে এসেছিলেন। আমি সিনেমাটির নাম বলতে চাই না। তবে সেখানে আমাকে পুরো সিনেমাজুড়ে স্কার্ট পরতে বলা হয়েছিল। প্রস্তাব শুনেই আমি পিছিয়ে এসেছিলাম।’
কিং খানের কথায়, ‘এটি ছিল পুরোনো সময়ের সিনেমার সেই ছবিগুলোর মধ্যে একটি। যেখানে পুরুষরা স্কার্ট পরতেন।’ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল ২০২০ সালের মার্চ মাসে। যদিও এখনও পর্যন্ত এই সিনেমার শুটিংই শুরু হয়নি।
করণের মুখে স্কার্ট পরার কথা শুনে শাহরুখ মজা করে বলেছিলেন, ‘এসব হবে না বন্ধু। আমি পুরো সিনেমায় স্কার্ট পরে অভিনয় করব? এটা সম্ভব নয়। তার চেয়ে বরং, তুমি নিজেই এই চরিত্রটির জন্য স্কার্ট পরে অভিনয় করো।’
প্রসঙ্গত, করণ জোহর এবং শাহরুখ খান ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গাম’, ‘কাল হো না হো’-সহ একঝাঁক ব্লকবাস্টার সিনেমায় জুটি বেঁধেছেন। তবে স্কার্ট পরে অভিনয়ের জন্য প্রথমবার করণের স্ক্রিপ্ট রিজেক্ট করতে বাধ্য হয়েছিলেন শাহরুখ।
খুলনা গেজেট/এএজে