খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান সংঘাত চায় না বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান
  বাংলাদেশি আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
  কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়িচাপায় নিহত ৯
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

সৌরভ-কোহলি বিতর্ক নিয়ে মুখ খুললেন রাহুল

ক্রীড়া ডেস্ক

বিরাট কোহলিকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে ছাঁটাই করার ইস্যুতে পরস্পরবিরোধী বক্তব্যে বিতর্কের জন্ম দেন কোহলি ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এবার এ ইস্যুতে মুখ খুলেছেন ভারতের নতুন প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

গুঞ্জন রয়েছে, দ্রাবিড়ের কথা অনুযায়ীই কোহলিকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে, যিনি এর আগে স্বেচ্ছায় টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়েন। কোহলি অবশ্য নেতৃত্ব হারানো নিয়ে নয়, অসন্তুষ্ট ছিলেন নেতৃত্ব কেড়ে নেওয়ার ধরন নিয়ে।

অবশেষে এ বিষয়ে নীরবতা ভেঙেছেন দ্রাবিড়। যদিও ‘গোপন কথা’ সংবাদমাধ্যমের সামনে আনতে বারণ তার। দ্রাবিড় বলেন, ‘সত্যি বলতে এসব নির্বাচকদের ব্যাপার, আমার নয়। কী কথাবার্তা হয়েছে না হয়েছে সেটার ভেতরে ঢুকতে চাই না। তাছাড়া, গোপন কথাবার্তা সংবাদমাধ্যমের সামনে আনতে চাই না।’

বড় একটি অংশের ধারণা, কোহলির বিরাগভাজন ভারতের নতুন গুরু দ্রাবিড়। তবে দ্রাবিড় তার সর্বশেষ সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক কোহলির প্রশংসা করতে ভুলেননি। কোহলির প্রশংসায় রীতিমত পঞ্চমুখ হয়েছেন তিনি।

দ্রাবিড় বলেন, ‘ও সবসময়ই উন্নতি করেছে এবং ধারাবাহিকভাবেই করছে। ও এমন একজন খেলোয়াড় যে উন্নত থেকে উন্নততর হওয়ার জন্য সব সময় প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। যেখানেই খেলেছে সেখানেই দারুণ সাফল্য পেয়েছে।’

দ্রাবিড় দলে কোহলির অবদান মানতেও কৃপণ নন। তার ভাষায়, ‘ও দলের মধ্যে একটি সংস্কৃতি এনে দিয়েছে। যেটা ও এনেছে ফিটনেস, শক্তি এবং উচ্চাকাঙ্ক্ষার হাত ধরে। এটা বাইরে থেকে দেখতে বেশ আকর্ষণীয়। এখন শুধু ওর পাশে দাঁড়িয়ে ওকে সমর্থন করতে হবে। এতে সাফল্য আসবে, এবং এর জন্য অপেক্ষাও করছি।’

দ্রাবিড় আরও বলেন, ‘গত ১০ বছরে ভারতের হয়ে যে ধরনের পারফরম্যান্স ও করেছে, ব্যাট হাতে যেভাবে একের পর এক ম্যাচ জিতিয়েছে, যেভাবে ও দলকে নেতৃত্ব দিয়েছে, মাঠে যে সাফল্য পেয়েছে, তা এক কথায় অভূতপূর্ব।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!