নতুন বলে আরো একবার ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। সৌম্য সরকারের পর নাজমুল হোসেন শান্তও ডাক খেয়েছেন। ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ করে ২ উইকেট হারিয়ে ২ রান। এরপর একপ্রান্তে একের পর এক উইকেটের পতন হলেও অপরপ্রান্তে ক্রিজ আঁকড়ে ধরে বাংলাদেশের ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে ভারতের স্পিন অ্যাটাকের শুরুতে বিদায় নিলেন তিনিও। পরের বলেই উইকেট বিলিয়ে দিয়ে লাল সবুজদের বিপর্যয়ের মুখে ঠেলে দিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় টাইগাররা। ইনফর্ম এই ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। মোহাম্মদ শামির করা ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে ছিল। সেখানে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে টাইমিং করতে পারেননি। ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষক লোকেশ রাহুলের গ্লাভসে।
প্রথম ওভারেই উইকেট হারানো বাংলাদেশ তাকিয়ে ছিল তিনে নামা শান্তর দিকে। তবে হতাশ করেছেন অধিনায়ক। সৌম্যের পথ ধরেই ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারের বোলিংয়ে এসেই সাফল্য পেয়েছেন হারষিত রানাও। চতুর্থ বলটি আউটসুইং করেছিলেন এই পেসার, সেখানে কভার ড্রাইভ করতে গিয়ে শর্ট কভারে বিরাট কোহলির হাতে ধরা পড়েন শান্ত।
দুবাইয়ের পিচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। একদিন আগেই সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা যাকে নিয়ে তুমুল আগ্রহ দেখিয়েছিলেন, সেই টাইগার পেস সেনসেশন নাহিদ রানার একাদশে জায়গা হয়নি। এ ছাড়া বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
খুলনা গেজেট/এএজে