টি-টোয়েন্টিতে ১৫৩ রান খুব বড় লক্ষ্য নয়। প্রতিপক্ষ জিম্বাবুয়ের থেকে শক্তিমত্তায় বেশ এগিয়ে বাংলাদেশ দল। টাইগার ব্যাটসম্যানরাও পরীক্ষিত। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টার্গেট টপকাতে নেমে সাবধানী শুরু সফরকারীদের।
বাংলাদেশ দলের দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ শুরুতে রান তোলায় ব্যস্ততা দেখাননি। ১৫৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা সাবধানী হলেও পরে আগ্রাসন বাড়িয়েছেন দুই বাঁহাতি ওপেনার সৌম্য ও নাঈম। প্রথম ৩ ওভারে রান ছিল মাত্র ৯। তবে উইকেটে সেট হওয়ার পর হাত খুলে খেলতে শুরু করেছেন দুজন। পরের দুই ওভারে তুলেছে ২৬ রান। তাদের ব্যাটে সুবিধাজনক তৈরি হয় বাংলাদেশের।
সৌম্য সরকার ও নাঈম শেষ উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে দেন। ১০২ রানের জুটি গড়েন তারা। সৌম্য সরকার ব্যক্তিগত অর্ধশত রান করার জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রানের। তবে ১ রান নিয়ে ৫০ রান সংগ্রহ হলেও দ্বিতীয় রান নিতে যেয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। সৌম্য ফিফটির পর ফিরে গেলে মাহমুদউল্লাহ নিজেকে এগিয়ে নিয়ে আসেন। নাঈমও দুর্দান্ত ব্যাটিং করছেন। সৌম্যের পর অর্ধশত রান করেছেন নাঈম। ১২ বলে ১৫ রান করে রান আউট হন অধিনায়ক মাহমুদুল্লাহ।
এ প্রতিবেদক লেখা পর্যন্ত ১৬.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২২/২।
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৫৩ রান। তবে চোটের কারণে জিম্বাবুয়ে ইনিংসের সময় মাঠ ছাড়েন লিটন দাস। এদিন ওপেনিংয়ে নামেননি তিনি। কারণ অবশ্য জানা যায়নি। ঠিক ইনজুরির কারণে, নাকি দলীয় পরিকল্পনায় লিটনের পরিবর্তে ওপেনিংয়ে সৌম্য আর নাঈমকে পাঠানো হয়েছে। কারণ যেটিই হোক, নিজেদের কাজটা ঠিকঠাক পালন করছেন দুজন।