বিশ্বকাপ শুরু হয়ে গেছে গতকাল থেকে। তবে এখনো মাঠে নামেনি বাংলাদেশ। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। সাম্প্রতিক পারফরম্যান্সে বিশ্বকাপ যাত্রা কতটা সুখকর হবে, সেটা বড়সড় প্রশ্ন বটে।
তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য রওনা হওয়ার আগে বড় স্বপ্নের কথাই শুনিয়েছেন সৌম্য সরকার। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক ‘দ্য গ্রিন অ্যান্ড রেড স্টোরির’ এবারের পর্বে সৌম্যের মুখেই শোনা যাক তাঁর আশার কথা, ‘আমি সব সময় স্বপ্ন বড় দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। এটা আমার ব্যক্তিগত চিন্তা, আমি সব সময় স্বপ্ন বড় দেখতে পছন্দ করি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব ফাইনাল খেলতে যাব।
এরপর মাঠে ভালো খেলব বা খারাপ খেলব, তার উপর নির্ভর করবে বাকি সব। কিন্তু স্বপ্ন বড় দেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব সেরাটা দেওয়ার। আগের দুই বিশ্বকাপে ভালো কিছু করিনি, ২০২৪ স্মরণীয় করে রাখতে চাই।
‘
সৌম্যর মতে বাংলাদেশ দলে অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয় বিশ্বকাপের মঞ্চে কাজে দেবে, ‘অভিজ্ঞ সাকিব ভাই, রিয়াদ ভাইরা আছে। আমরা যারা অনেকদিন ধরে খেলছি তারাও আছি। সব মিলিয়ে সবার অভিজ্ঞতা এক জায়গায় করতে পারি। একত্রিত হয়ে খেলতে পারি তাহলে ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারব।’
এবার নিয়ে নিজের চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন সৌম্য।
ভারতে ২০১৬ সালে এই সংস্করণে নিজের প্রথম বিশ্বকাপ খেলেছিলেন এই ওপেনার। তবে সৌম্যর কাছে রোমাঞ্চটা এখনো আগের মতোই, ‘খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলা তো স্বপ্নের মতন। ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলার সময় যেমন এবারও তেমন রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করব ২০২৪ সালটা যেন আমার জন্য স্মরণীয় হয়, কিছু করতে পারি। আমার পাশাপাশি দলকেও এমন ভালো জায়গায় নিতে পারি।’
খুলনা গেজেট/এমএম