খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সৌন্দর্য বর্ধনের নামে রাস্তা সংকুচিত, কেসিসি ঘেরাওয়ের হুশিয়ারি নাগরিকদের

নিজস্ব প্রতিবেদক 

খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ের সৌন্দর্য বর্ধনের নামে সড়ক সংকুচিত করার প্রতিবাদ জানিয়েছেন নাগরিক নেতারা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে নগরীর ময়লাপোতা মোড়ে সচেতন এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এই প্রতিবাদ জানান নাগরিক নেতারা।

মানববন্ধন থেকে নাগরিক নেতারা রবিবারের মধ্যে কাজের নঁকশা পরিবর্তনের আল্টিমেটাম দিয়ে সোমবার খুলনা সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছেন।

বক্তারা বলেন, কার বা কাদের স্বার্থে তথাকথিত নঁকশা প্রণয়ন করে জনসাধারনের এবং যানচাহন চলাচলের পথ বন্ধ করা হচ্ছে সেটি খুলনাবাসী জানতে চায়। তারা বলেন, এক শ্রেণির আমলা বছরের পর বছর সময় ও অর্থ খরচ করে যে নঁকশা করেছেন তা’ নগরবাসীর কোন উপকারে তো আসবেই না, বরং তীব্র যানজট সৃষ্টি হবে। বিশেষ করে ভারী যানবাহনগুলো চলাচলে চরমভাবে বাঁধাগ্রস্থ হবে।

বক্তারা আরও বলেন, খুলনা সিটি কর্পোরেশন সম্প্রতি নগরীর ২২টি মোড়ের সৌন্দর্য বর্ধনের যে কার্যক্রম হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে। যার প্রমাণ সম্প্রতি ময়লাপোতা দৃশ্যমান হচ্ছে।ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদের সামনে ও পিছনের বেশকিছু রাস্তা বন্ধ করে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হওয়ার পর থেকেই বিষয়টি নাগরিকদের দৃষ্টিতে আসে। এজন্য বক্তারা অবিলম্বে উক্ত নকশা পরিবর্তনের দাবি জানান।

নাগরিক নেতা শেখ মেঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক এড. আ ফ ম মহসীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এমইউজে খুলনার সাবেক সাধারণ সম্পাদক এইচএম আলাউদ্দিন, নিরাপদ সড়ক চাই-নিসচা খুলনার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, এড. মেহেদী হাসান, ডাঃ জাকিরুল ইসলাম প্রমুখ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিকইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নাগরিক নেতা কাজী কামরুল ইসলাম কচি, শহীদুল ইসলাম, সাংবাদিক দেবব্রত রায়, বাপ্পী খান, মোঃ জাহিদুল ইসলাম, বেল্লাল হোসেন সজল, উজ্জল রহমান, ইমরান হোসেন, মো. এম এ সাদী প্রমুখ।

এদিকে, একই দাবিতে শুক্রবার(২২ নভেম্বর) বেলা ১১টায় ময়লাপোতা মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এবং শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই-নিসচা’র মানব বন্ধন অনুষ্ঠিত হবে বলে স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!