বিশ্বের একাধিক দেশে নতুন ধরনের নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবে আকাশ, সড়ক ও নৌপথে বাইরের দেশ থেকে মানুষের প্রবেশ বন্ধ রাখার ঘোষণা এসেছে। স্থানীয় সময় রোববার কর্তৃপক্ষ এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আর নিউজ।
সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় আজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পুনরায় ফ্লাইট চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতিল করা ফ্লাইটগুলোর যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
এছাড়া সড়ক পথ ও নৌপথেও এই সময়ের মধ্যে কেউ দেশটিতে প্রবেশ করতে পারবে না। এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে পরের সপ্তাহ পর্যন্ত। যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে করোনার নতুন ধরণ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও এই সময়ের মধ্যে বিশেষ পরিস্থিতিতে অতি প্রয়োজনীয় ফ্লাইট চালু থাকবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। এসপিএ জানায়, বর্তমানে সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। এসব ফ্লাইট সৌদি আরব ত্যাগ করতে পারবে।
আরব নিউজ বলছে, ৮ ডিসেম্বরের পর ইউরোপ বা করোনার উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে যারা সৌদিতে প্রবেশ করেছেন তাদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে।
গত তিন মাসের মধ্যে যারা ইউরোপের কোনও দেশ থেকে বা এই পথে সৌদিতে প্রবেশ করেছেন তাদের প্রত্যেককে করোনার পরীক্ষা করাতে হবে। করোনা পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
খুলনা গেজেট/এনএম