সৌদি আরবের রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ শূরা কাউন্সিল, সুপ্রিমকোর্ট এবং সর্বোচ্চ ধর্মীয় সংস্থা পুনর্গঠনের জন্য একাধিক আদেশ জারি করেছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, আদেশে শূরা কাউন্সিলের জন্য একজন নতুন স্পিকার এবং দু’জন ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়েছে। ডেপুটি স্পিকারের মধ্যে একজন নারী রয়েছেন।
সৌদি আরবের প্রভাবশালী এই পরিষদের বর্তমান সদস্যদের মেয়াদ আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল। তার আগেই বাদশাহ পরিবর্তন আনলেন। খবর রয়টার্সের। কাউন্সিল অব সিনিয়র স্কলারসে সংস্কার এনে গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল শেখের নেতৃত্বে সিনিয়র আলেমদের নিয়োগের আদেশ দেন বাদশাহ।
রাজকীয় আদেশে খালিদ বিন আবদুল্লাহ আল লুহাইদানকে সুপ্রিম কোর্টের সভাপতি নিযুক্ত করা হয়। সেই সঙ্গে শুরা কাউন্সিলের সদস্য হিসেবে চার বছরের জন্য ১৫০ জনকে নিয়োগ দেয়া হয়। একই আদেশে ২০ জন অভিজ্ঞ আলেমকে সৌদি আরবের উচ্চতর উলামা পরিষদের সদস্য হিসেবে নিয়োগের কথা জানানো হয়।
নতুন আদেশে মসজিদুল হারামের ইমাম ও খতিব, তায়েফ বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের অধ্যাপক শায়খ ড. বানদার বালিলাহকে সৌদি আরবের উচ্চতর ওলামা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
খুলনা গেজেট/কেএম