সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দু’জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় রোববার এ ঘটনা ঘটেছে বলে সৌদি নেতৃত্বাধীন জোটের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি গেজেট।
এতে বলা হয়েছে, হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে দু’জন সামান্য আহত হয়েছেন। আহতরা বাংলাদেশ ও সুদানের নাগরিক। হামলায় ওয়ার্কশপ ও বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘বিদ্বেষপূর্ণ ও নিষ্ঠুর’ এই হামলাকে দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছে সৌদি জোট।
সৌদি জোট বলছে, এ হামলার মধ্য দিয়ে আল-মাসারিহাহ এলাকায় তৃতীয়বারের মতো অন্য দেশের নাগরিকদের ওপর হামলা চালাল হুতি বিদ্রোহীরা। এর আগে ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোনও ধ্বংস করেছে তারা।
হুতি বিদ্রোহীদের সঙ্গে ২০১৫ সাল থেকে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত ও আহত হয়েছেন, যার মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে।
সর্বশেষ সোমবার জোট বাহিনীর আরেক সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হুতি বিদ্রোহীরা ড্রোন ও মিসাইল হামলা চালানোর পর জোট বাহিনী বিমান হামলা বাড়িয়ে দেয়। হুতি বিদ্রোহীদের ওই হামলায় আমিরাতের তিনজন বেসামরিক বাসিন্দা নিহত হন।
খুলনা গেজেট/এনএম