খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

সোয়া ২ কোটি টাকা অনুদান পেলেন ক্রীড়া ব্যক্তিত্বরা

ক্রীড়া প্রতিবেদক

দেশব্যাপী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রায় সোয়া ২ কোটি টাকার অনুদান দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। ৩ হাজারেও বেশি সংখ্যাক মানুষ পাবেন এই সহায়তা। গতকাল রবিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা ও তার পাশ্ববর্তী দশটি জেলার ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দের কাছে চেক হস্তান্তর করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ডাকযোগে বাকিদের চেক প্রদান করা হবে।
দেশের ৬৪টি জেলা থেকে ৪৫ জন করে এবং ৮ বিভাগ থেকে ১০ জন করে সর্বমোট ২৯৬০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ৭ হাজার করে টাকা পাবেন। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই সহায়তা পৌঁছে যাবে ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের কাছে। এর আগে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের মাধ্যমে ১ হাজার ক্রীড়াবিদকে ১ কোটি টাকার সহায়তা প্রদান করেছিল ক্রীড়া পরিষদ।
সহায়তা পাচ্ছেন ক্রীড়া সাংবাদিকরাও। ক্রীড়া পরিষদ সাংবাদিকদের তালিকা করেনি। দেশের ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন- বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির (বিএসজেসি) মাধ্যমে ক্রীড়া সাংবাদিকদের সহায়তা প্রদান করা হবে।
তিনটি ক্রীড়া সাংবাদিকদের সংগঠনকে মোট সাড়ে ৯ লাখ টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিকে (বিএসপিএ) ৪ লাখ, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে (বিএসজেএ) ৩ লাখ এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটিকে (বিএসজেসি) আড়াই লাখ টাকা দেওয়া হয়েছে।
এ সময় যুব ও ক্রীড়া সচিব মো: আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: মাসুদ করিম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ ও ক্রীড়া সাংবাদিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!