কক্সবাজারের টেকনাফের ন্যাচারপার্ক এলাকায় নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে ২ লাখ ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান।
তিনি বলেন, শনিবার সন্ধ্যা রাতে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে, এমন খবরের ভিত্তিতে একটি বিশেষ টহলদল সেখানে অবস্থান নেয়। নাফ নদী দিয়ে ৪-৫ জনকে ২টি নৌকা নিয়ে মিয়ানমার হতে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল।
এসময় নৌকায় থাকা ব্যক্তিরা টহল দলকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি করে। বিজিবি’র পাল্টা গুলিতে সামনের নৌকায় থাকা ইয়াবা পাচারকারীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং পেছনে আসা ইঞ্জিনচালিত নৌকায় উঠে দ্রুত মিয়ানমারের দিকে চলে যায়।
পরে টহলদল পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে তিনটি প্লাস্টিকের বস্তা পায়। পরে সেটি খুলে ২ লাখ ২৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/এআইএন