খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু

গেজেট ডেস্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশে শুরু হয়েছে। গত শনিবার ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ‘পুলিশ এবং ক্ষমতাসীনদের হামলা, নির্যাতন ও গণহারে গ্রেপ্তারের’ প্রতিবাদে এই জনসমাবেশ ডেকেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি।

বিকেল তিনটা থেকে এই জনসমাবেশ শুরু হলেও বেলা দেড়টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা সোহরাওয়ার্দীতে আসতে থাকেন। সমাবেশে আগত নেতা–কর্মীদের অনেকে শাহবাগ মোড়ে এসে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। অনেকে আবার মৎসভবনের সামনে জড়ো হয়ে পরে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।

সরেজমিন দেখা যায়, বেলা দেড়টা থেকেই মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেন দলটির নেতা–কর্মীরা। সমাবেশে অংশ নিতে আসা নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল করছেন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত রাস্তায়। শেখ হাসিনার পদত্যাগসহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।

বিএনপির আগের ঘোষণা অনুযায়ী এই জনসমাবেশ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল রোববার রাতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জনসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

সমাবেশস্থলে সরেজমিন আরও দেখা যায়, জনসমাবেশের জন্য চারটি ছোট পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে জনসমাবেশস্থলের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ।

খুলনা গজেটে/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!