শনি ও রোববার দেশে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোম ও মঙ্গলবার আবার বৃষ্টি হতে পারে। এর পর থেকে তাপমাত্রা খানিকটা কমে আসবে। পরে আবার বাড়তে শুরু করবে।
শুক্রবার সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক গতকাল সন্ধ্যায় বলেন, গতকাল রাজধানীতে যে বৃষ্টি হয়েছে এটি কালবৈশাখীর বৃষ্টি। এ সময় ঝোড়ো হাওয়া ছিল।
রাজধানীতে ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। রাজধানী থেকে এই ঝোড়ো হাওয়া পূর্ব দিকে কুমিল্লার দিকে চলে যায় বলে জানান উমর ফারুক। এ কারণে কুমিল্লায় বৃষ্টি হয়েছে। সেখানে বৃষ্টির পরিমাণ ছিল ৪ মিলিমিটার। এরপর মেঘ বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে চলে যায়।
গতকাল শুক্রবার শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রমজান মাসের অর্ধেক সময় আবহাওয়া মোটামুটি সহনীয় থাকবে। এরপর তাপমাত্রা বাড়তে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা গেজেট/এইচ এইচ