দেশে সোমবার থেকে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানতে চাইলে শনিবার বেলা পৌনে ১১টার দিকে তিনি বলেন, শনি ও রোববার দেশের তাপমাত্রা কমতে পারে। সোমবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।
এ আবহাওয়াবিদ জানান, এ তিন দিন বৃষ্টিপাতের আশঙ্কা তেমন নেই।
তিনি আরও জানান, শৈত্যপ্রবাহ শুরু হলে দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, যশোর, রাজশাহী অঞ্চল ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এতে উল্লেখ করা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াম কমতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
খুলনা গেজেট/এনএম