টানটান উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে অবিশ্বাস্যভাবে হেরে বিশ্বকাপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে জানা গেল, এই ম্যাচের আগে ২ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন সেমিফাইনালে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার মোহাম্মদ রিজওয়ান।
সেমিফাইনালের আগে রিজওয়ান অসুস্থ ছিলেন, এমন খবর প্রকাশ হয়েছিল। সেমিফাইনালের আগের দিন করেননি অনুশীলনও। তবে তারকা এই ওপেনার সর্দি-জ্বরে ভুগছিলেন বলেই তখন জানানো হয়েছিল।
ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবর আজমের সাথে উপস্থিত হন দলের চিকিৎসক নাজিবউল্লাহ সুমরো। নাজিবউল্লাহই জানান রিজওয়ানের অসুস্থতার কথা। তিনি বলেন, ‘৯ নভেম্বর রিজওয়ানের বুকে ইনফেকশন হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২ রাত আইসিইউতে কাটিয়েছে।’
চিকিৎসক নাজিবউল্লাহ আরও বলেন, ‘সে দ্রুতই সেরে ওঠে এবং ম্যাচের আগে ফিট হয়ে ওঠে। দেশের হয়ে খেলতে সে উদগ্রীব ছিল। আজ কেমন পারফর্ম করেছে তা সবাই দেখেছি।’
রিজওয়ানের শরীর গুরুতর খারাপ করলেও কেন তা প্রকাশ করা হয়নি, তা জানিয়ে তিনি আরও বলেন, ‘তার শারীরিক অবস্থা নিয়ে সিদ্ধান্ত এসেছে টিম ম্যানেজমেন্ট থেকে। পুরো দলের সিদ্ধান্ত ছিল এটা।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ৫২ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেন রিজওয়ান, যা টুর্নামেন্টে তার তৃতীয় অর্ধশতক। তার এই ইনিংসে ভর করে দল জয়ের পথে পা-ও দিয়েছিল। তবে ম্যাথু ওয়েডের মারকুটে ব্যাটিংয়ে শেষপর্যন্ত জয়বঞ্চিত থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হয় পাকিস্তানকে।
খুলনা গেজেট/ এস আই