খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

সেবামূলক কার্যক্রম জোরদারে কে‌সি‌সি কর্মকর্তাদের সভা

গেজেট ডেস্ক 

সেবামূলক কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্মকর্তাদের এক সভার আয়োজন করা হয়। রবিবার (১১ আগস্ট) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। নৌবাহিনী-খুলনার কমান্ডার সৈয়দ ওয়ারেস আলী, কমান্ডার মো. মুজিবুর রহমান ও গ্যারিসন ইঞ্জিনিয়ার দেবাশিষ মল্লিক উপস্থিত ছিলেন।

সভায় কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের নগরবাসীর সেবক হিসেবে উল্লেখ করা হয় এবং দল-মতের উর্ধ্বে থেকে সেবার মানসিকতা নিয়ে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেয়া হয়। নগরবাসী নাগরিক সেবা যেন নির্বিঘ্নে পেতে পারে সে বিষয়ে সকল কর্মকর্তা কর্মচারীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানানো হয়।

কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মো. অহিদুজ্জামান খান, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম, এস্টেট অফিসার মো. নুরুজ্জামান তালুকদার, বাজার সুপার মো. আব্দুল মাজেদ মোল্যা, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, লাইসেন্স অফিসার (যানবাহন) খান হাবিবুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!