খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
  জুলাই গণহত্যা : ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

সেপ্টেম্বরে উদ্বোধন হবে কালনা ফোরলেন ও বেকুটিয়া চীন-বাংলা মৈত্রী সেতু

গে‌জেট ডেস্ক

চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বহুল প্রতীক্ষিত কালনা ফোরলেন সেতু ও বেকুটিয়ায় অষ্টম চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দুটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এ কথা জানান মন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে। শিগগির সেই কাজ শুরু হবে। মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলনে।

এসময় সেতুমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে সড়কের জন্য দেশের কোথাও কোনো যানজট তৈরি হয়নি। শুধুমাত্র ব্যবস্থাপনা ত্রুটির কারণে কোথাও কোথাও যানজট হয়েছে।

তিনি বলেন, এই ব্যবস্থাপনার দায়িত্ব শুধু সড়ক পরিবহনের প্রকৌশল বিভাগেরই দায়িত্ব না, সামগ্রিকভাবে হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসনসহ দায়িত্বশীল সবার দায়িত্ব। তবে অস্বীকারের উপায় নেই, এই যানজটের পেছনে ব্যবস্থাপনা ত্রুটি ছিল।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ঈদের ছুটিতে উত্তরবঙ্গের যাতায়াতে শুধু যমুনা সেতুর ওপরেই ৪৩টি দুর্ঘটনা ঘটেছে। ব্যবস্থাপনা ত্রুটি না হলে এতগুলো দুর্ঘটনা কেন ঘটবে?

তিনি বলেন, একে তো ঈদের ছুটির পরিমাণ কম ছিল, মাত্র তিন দিন। অন্যদিকে সাভার-আশুলিয়া-চন্দ্রা এলাকার গার্মেন্টসগুলোর ছুটি পর্যায়ক্রমে দেওয়ার কথা বললেও গার্মেন্টস মালিকরা সেই ছুটি দিয়েছেন এক দিনেই। এতে করে একসঙ্গে সড়কের ওপর প্রচণ্ড রকম চাপ তৈরি হয়। এ ছাড়া পদ্মা সেতুর মতো যমুনা সেতুতে কোনো সার্ভিস লেন না থাকায় একটি দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত যানটি ক্রেনের সাহায্যে নিরাপদ স্থানে না নেওয়া পর্যন্ত সেতু ব্লক থাকে। সেখানে এতগুলো দুর্ঘটনা এই যানজটকে উসকে দিয়েছে।

কাদের বলেন, কিছু অব্যবস্থাপনা তো হয়েছেই, আমরা সামনের দিকে তাকাতে চাই। অতীতের ভুলগুলো থেকে আগামীর পথকে আরও মসৃণ করতে চাই।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!