খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ২
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সেনা বাহিনীর পরিচয়ে প্রতারণাকালে ভুয়া মেজরসহ আটক ৩ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারনাকালে এক ভুয়া মেজরকে দুই সহযোগিসহ আটক করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টারদিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। রাত সাড়ে ৮ টার দিকে নড়াইল সদর থানায় তাদের মিডিয়ার সামনে উপস্থিত করা হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবীর বলেন, আটককৃতদের নিকট হতে নগদ ২৫ হাজার ৫০০ টাকা, চাকুরী প্রত্যাশীদের নামে বাংলাদেশ রেলওয়ের ১৬ টি ভুয়া পরিচয়পত্র, ২২ টি নাগরিক সনদপত্র, ৩৫ টি সার্টিফিকেটের ফটোকপি, ৪৪টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ১৮ টি জন্ম সনদের ফটোকপি, বিপুল পরিমান ছবি উদ্ধার ও জব্দ করা হয়।

এসময় ভুয়া মেজর পরিচয়দানকারী আটককৃত নয়ন কুমার সিংহ (২৮), তার দুই সহযোগী মোঃ মিজান শেখ (৪৫) ও মোঃ মিজান শেখ (৪৫) হাজির করা হয়।

নড়াইল সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবীর বলেন, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের অবনী সিংহের ছেলে নয়ন কুমার সিংহ (২৮) নড়াইলে চলমান রেলওয়ে প্রকল্পে নিজেকে বাংলাদেশ সেনা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাকিল পরিচয় দিয়ে প্রকল্পে চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল, তার এই কাজে নড়াইল সদরের রঘুনাথপুর গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে মোঃ মিজান শেখ(৪৫) ও মোসলেম ফকিরের ছেলে মোঃ মিজান শেখ(৪৫) সহযোগি হিসাবে দায়িত্ব পালন করছিল।

গোপন সংবাদের মাধ্যমে পুলিশ খবর পেয়ে নড়াইল সদর থানার এসআই অপু মিত্রের নেতৃত্বে একটি দল তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/আসাদ/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!