সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে ভূয়া নিয়োগপত্র প্রদানকারী প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় তার কাছ থেকে ভূয়া নিয়োগপত্র, ব্যাংকের চেক ও মোবাইল উদ্ধার করা হয়।
প্রতারক মোঃ নুর ইসলাম(৪৬) খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা।
শুক্রবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ জানতে পারে ডুমুরিয়া এলাকায় চাকরি দেয়ার নামে ১ জন প্রতারক বিভিন্ন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। সেই সাথে কিছু ভূয়া নিয়োগপত্র প্রদান করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দলটি রাত সাড়ে ৯টায়ডুমুরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাকরি দেয়ার নামে প্রতারণাকারী মোঃ নুর ইসলাম(৪৬) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর চাকরির ভূয়া নিয়োগপত্র ২টি, ১ পাতা চেক ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এমএনএস